لا إله إلا الله محمّدٌ رسول اللهِ
অর্থ: আল্লাহ তায়ালা ব্যতীত আর কোন মা’বুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল।
এ কালিমা সম্পর্কে তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা জরুরী-
১.. কালিমা বিশুদ্ধ ভাবে উচ্চারণ করতে হবে এবং কলেমার অর্থ জানতে হবে।
২.. কালিমার মর্ম ও উদ্দেশ্য বুঝতে হবে।
৩.. সর্বাবস্থায় কালেমার দাবী ও চাহিদা পূরণ করতে হবে।
আল্লাহ তাআলা আমাদের ‘মা’বুদ’ এ কথার বিশ্লেষণ হলো এই যে, কেবলমাত্র তাঁরই বন্দেগী ও দাসত্ব করতে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর নিকট প্রেরিত কিতাবের মাধ্যমে ইবাদত বন্দেগীর যে নিয়ম আমাদের জানিয়ে দিয়েছেন (যেমন নামায, রোযা, হজ্জ, যাকাত, কুরবানী ইত্যাদী) তাতে অন্য কাউকে শরীক করা যাবে না। কেবলমাত্র তাকেই (আল্লাহ) সৃষ্টিকর্তা , পালনকর্তা, রক্ষাকর্তা ও সাহায্যদাতা বলে বিশ্বাস করতে হবে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ‘ আল্লাহ তাআলার রাসূল’ মানার ব্যাখ্যা হলো এই যে, ‘ আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ নেই’ এ কথা স্বীকার করার সাথে সাথেই সে আল্লাহ তাআলার হুকুম অনুসারে নিজের জীবন পরিচালনা করা ফরয করে নিল। অতএব জীবন পরিচালনা করার জন্য তাঁর হুকুম ও বিধান কি, তা জানানো ফরয। যেহেতু আল্লাহ তাআলার হুকুম কোন মাধ্যম ব্যতীত নিজে নিজে জানা সম্ভব নয় বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনায়ই আল্লাহ তাআলার সকল হুকুম বান্দা পর্যন্ত পৌঁছাতে পেরেছে এ কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্তরে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে।
কালিমার মর্ম অন্তর দিয়ে মানলে বান্দা মুমিন হয়ে যায়। এ কালিমা তাকে যাবতীয় নিষিদ্ধ কাজ হতে বাধা দিবে।
কালিমা তায়্যিবার পুরষ্কার:
যে সকল নারী পুরুষ খাঁটি মনে-প্রাণে আল্লাহ তাআলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত আকীদা সমূহ এবং জীবন পদ্ধতি সত্য বলে মেনে নেয় । আল্লাহ তাআলা তাদের সুখময় সুন্দর জীবন এবং বেহেশত প্রদানের ওয়াদা করেছেন।
لا إله إلا الله محمّدٌ رسول اللهِ
এই কালিমাটি বান্দার পক্ষ হতে আল্লাহর দরবারে একটি স্বীকারোক্তি।
বহু লোক এমন আছে যারা কেবল নামে মুসলমান। বস্তুত তারা কালিমাটি বিশুদ্ধভাবে উচ্চারণও করতে জানে না। অর্থ ও উদ্দেশ্যের তো কোন খবরই নেই। আর কালিমার দাবী ও চাহিদা কি, তাও তারা জানে না।
এ শ্রেণীর লোকদের কালেমার উচ্চারণ ও ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে অবহিত করা উচিত।
insallah
Alhamdulillah
Thanks for information
Thx for you
❤️❤️❤️
Alhamdulillah
Jajàkallah khair
Alhamdulillah
💛💜
Alhamdulillah ❤️
thanks
Nice
Alhamdulillah
Alhamdulilla