২২ শে নভেম্বর, হঠাৎ কি এমন হলো সাইট খোলার জন্য মন চাইলো।অনেকের সাথে কথা হলো তারা আমাকে বললো সাইট খুলতে হলে মোটামুটি ৪ হাজার টাকার মত খরচ হবে।
আমার কাছে যতেষ্ট পরিমাণ টাকা না থাকায় ভাবতে লাগলাম অন্য কিছু উপায় বের করতে হবে।
হঠাৎ সাইট খোলার বিষয়টি মাথায় আসার কারণ কি ছিলো সেটা এখন বলি।
আমি একটা গ্রুপ করে Adsence এ কাজ করায়। তো কোনো কারনে কাজ করার জন্য আমাদের সাইট খুবই কমে গেলো। মেম্বারদের ইনকাম এর পরিমাণ ও খুব কমে যেতে লাগলো তাই হঠাৎ করে সাইট খোলার বিষয়টি মাথায় এসেছি। ভাবলাম সাইট খুলবো ঠিক আছে কিন্তু যদি Adsence না পাই তাহলে তো আরেক ঝামেলা হয়ে যাবে। কিছু না ভাবে এক বন্ধুর কাছ থেকে ১ হাজার টাকা ধার নিয়ে ২৫০০ টাকা দিয়ে ডোমেইন আর হোষ্টিং কিনে ফেললাম যদিও আমার সাইট সম্পর্কে কোনো ধারণা নেই। আর অন্য কাউকে দিয়ে বানালে এক্সট্রা ১৫০০ টাকা দিতে হবে।আগে থেকে HTML এবং CSS এর উপর কিছু ধারণা ছিলো যেহেতু ডোমেইন আর হোষ্টিং কেনা হয়ে গেছে আর কিছু করার নেই, ইউটিউব আর ঘাটাঘাটি শুরু করলাম ২২ তারিখে শুরু করে ২৩ তারিখের মধ্যে মোটামুটি সাইট টার ডেমো বানাইলাম নিজে নিজে। এখন ইউটিউব আর গোগল সার্চ করা আরো বেড়ে গেলো। ৬-৭ দিন সময় লেগে গেলো পুরোপুরি সাইট ডিজাইন করতে। যদি কাজ জানতাম এত সময় লাগতো না। কাজ জানলে ১-২ দিনেই করা যেত। তারপর টেনশন করছিলাম Adsence নিয়ে। সাইটে কিভাবে কি করলে Adsence পাওয়া যাবে এটা জানার জন্য আমি মিনিমাম ৫০ জনের সাথে কথা বলেছি। সকলের থেকে কিছু না কিছু ধারনা নিয়ে সাইটে সেগুলো যুক্ত করেছি।
অনেকের কাছে ধারনা নেওয়ার সুবিধে অনেকে ধারনা দেওয়ার সময় যেগুলো মিলে গিয়েছিল সেগুলো খুব সাবধানে এবং মনোযোগ দিয়ে করেছিলাম, তার মধ্যে রয়েছে About Us, Contact Us এসব পেজ ক্রিয়েট করা। তারপর ৭-৮ দিনের মধ্যে ২৫ টা Post করে ফেললাম সাইটে। তারপর সাইটের জন্য Adsence Apply করলাম। যখন আমি Adsence এর জন্য আবেদন করেছিলাম তখন আমার সাইটে Post ছিলো ২৫ টা, ভিজিটর ছিলো ১১২ টা, ভিউজ ছিলো ২১৩০ টা, যেদিন Adsence এর জন্য আবেদন করেছিলাম সেদিন ডিসেম্বর মাসের ৭ তারিখ ছিলো। সাধারণত ২-৩ দিনের মধ্যে Adsence Review দিয়ে দেই কিন্তু আমাকে না দেওয়ায় অনেক টেনশন হচ্ছিল যেহেতু সাইট বানানোর কোনো অভিজ্ঞতা না থাকা স্বত্ত্বেও আমি নিজে নিজে সাইট বানাইছিলাম। Adsence এর রিভিউ দিতে এত দেরি হচ্ছে হচ্ছে কেনো এটা জানার জন্য অনেক কে নক করলাম। কেউ জানালো সাইটে সমস্যা থাকলে দেরি করে,কেউ জানালো সাইট রিজেক্ট করবে তাই দেরি করছে , এগুলো শোনার পর আমি সাইটে Post করা বাদ দিলাম। হঠাত এক ভাইকে জিজ্ঞেস করলাম ভাই রিভিউ কেনো দিচ্ছে না Adsence? আমি কি Adsence পাবো না তাহলে? ভাই আমাকে বললো দেরি করে রিভিউ দেওয়ার অর্থ হচ্ছে আপনার সাইট ঠিক আছে আরেকটু Improve করলে Adsence Approve হয়ে যাবে তাই। Adsence Team আপনার সাইট আরেকটু Improve হওয়ার অপেক্ষায় আছে। ভাই এর কথা শুনে আমি সাইটে পোষ্ট করা শুরু করলাম ১৪ ডিসেম্বর ২ টা পোষ্ট করলাম। ১৫ তারিখে ঘুম থেকে উঠে দেখি Adsence Approve হয়ে গেছে।
এখন আমি বলবো কি এমন করেছিলাম সাইটে যে মাত্র ২৩ দিনের মধ্যে Adsence Approve পেয়ে গেলাম।
আমার নিজের অভিজ্ঞতা এখন শেয়ার করছি
★সাইটে আমি প্রথমত 4 টা পেজ যুক্ত করেছিলাম সেগুলো হচ্ছে About Us, Terms & Conditions, Privacy & Policy, Contact Us
★Sitemap Create করেছিলাম এবং সেটা গুগলে ইনডেক্স করেছিলাম
★এবং ২৭ টা কপিরাইট ছাড়া কন্টেন্ট ছিলো।
★ মোবাইল রেসপোন্সসিভ ডিজাইন করেছিলাম
এগুলো ঠিকমত করেছিলাম আর Adsence ও পেয়ে গেলাম।
সাইট এবং Adsence সম্পর্কে কারো কিছু জানার থাকলে আমাকে Facebook অথবা Telegram এ নক করবেন।
ধন্যবাদ সকলকে
Alhamdulillah
good
Nice
Nice
Good
মাশা-আল্লাহ
👌👌👌👌👌👌👌👌
Nice
Alhamdulilah
Thanks
nice
Find
Wow.Great
Wow🙃🙃🙃
Nice
Alhamdulillah
masallah
💗💗💗great
alhumdulilllahh 😍
Alhamdulillah
Great work